যশোরের চৌগাছার অসুস্থ পত্রিকা পরিবেশক (হকার) শফি উদ্দিন ওরফে শফির শয্যাপাশে চৌগাছা রিপোর্টার্স ক্লাবের নব নির্বাচিত নেতৃবৃন্দ।শনিবার বিকেলে তারা উপজেলার হুদা ফতেপুরে শফির গ্রামের বাড়িতে উপস্থিত হয়ে শফির স্বাস্থ্যর খোঁজ খবর নেয়ার পাশাপাশি রিপোর্টার্স ক্লাবের পক্ষ হতে শফির ছোট মেয়ে আফরিনের হাতে নগদ অর্থ, শীতবস্ত্র ও নিত্যপন্য তুলে দেন।এ সময় রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কপোতাক্ষ গেজেট পত্রিকার সম্পাদক এম মুজাহিদ আলী, নব নির্বাচিত সভাপতি মুকুরুল ইসরাম মিন্টু, সহ-সভাপতি শওকত আলী,সাবেক সিনিয়র সহ সভাপতি খলিলুর রহমান জুয়েল, সাধারন সম্পাদক এম হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন সাগর, সাংবাদিক রেজাউল করিম সাগর, মহিদুল ইসলাম,ফারুক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,শফি উদ্দিন চৌগাছাবাসির অত্যান্ত পরিচিত এক মুখ।দেশ স্বাধীনের পরপরই তিনি চৌগাছায় সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। অভাব অনাটনের কারনে মহৎ এই পেশা ছেড়ে দিয়ে পত্রিকা পরিবেশনা (হকার) কাজে নিজেকে নিয়োজিত করেন। রোদ, ঝড়, বর্ষা যত ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসুক না কেন চৌগাছায় পত্রিকা এলে তা পাঠকের কাছে পৌছে দেওয়া ছিল তার প্রথম ও প্রধান কাজ। ২০২০ সালে ঘূর্ণিঝড় আম্পানের কিছু দিন পর হঠাৎ ব্রেন স্টোকে আক্রান্ত হলে বিভিন্ন জায়গায় চিকিৎসা করা হলেও আর সুস্থ হয়ে উঠেনি। শফির একমাত্র ছেলে আরিফুজ্জামান ইমন জানান, পিতা ব্রেন স্টোক করার এক বছর পর মা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। আমি এবং আমার একমাত্র ছোট বোন ৬ষ্ঠ শ্রেনীতে পড়ুয়া জান্নাতি আক্তার আফরিন অনেক কষ্টে দিন পার করি। অভাবের সংসারে দু’বেলা খাবার জোগাড় করায় হচ্ছে অনেক কষ্টের, সেখানে পিতার চিকিৎসা করা দুঃস্বপ্নের মত। বলা চলে বিনা চিকিৎসায় চোখের সামনে ধুকে ধুকে পিতা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন। চরম এই পরিস্থিতিতে তিনি পিতার সু চিকিৎসায় সমাজের বিত্তবানদের কাছে সাহায্য কামনা করেন।