1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ভান্ডারিয়ায় প্রায় ৪০ বছর পরে ভাই ফিরে পেলো (মৃত) ভাইয়ের খোজ, সন্তান ফিরে পেলো তার পিতার ঠিকানা বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রয় সম্পন্ন ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লার হাট ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৯ জুলাই বগুড়া জেলা বিএনপির প্রতিবাদ কর্মসূচি সফল করার লক্ষ্যে শাহজাহানপুর থানা তাঁতি দলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় মসজিদ মুসলমানদের ইবাদতের স্হান সেখানো কোন রাজনৈতিক আলোচনা হবে না সোনাগাজী তিনদিন ব্যাপী কৃষি উদ্বোধন দীর্ঘ ২৩ বছর পর গজারিয়ার আবুল কাশেম হত্যা মামলার রায়: ১০ জনের যাবজ্জীবন আজ সাঈদ স্মরণে ‘জুলাই শহীদ দিবস’ – একটি গৌরবময় ত্যাগের দিন শহীদ আবু সাঈদ হত্যার দ্রুত বিচার চায় জামায়াত চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন শাখার দর্জি শ্রমিক ইউনিটের কমিটি ঘোষণা

আদমদীঘি থানা গেটের সামনের সড়কের কার্পেটিং উঠে রাস্তার বেহাল অবস্থা

মো:রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

বগুড়ার আদমদীঘি থানার মূল গেট থেকে পাকা সড়ক পর্যন্ত কার্পেটিং উঠে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ এই পথ দিয়ে প্রতিদিন শত শত মানুষ থানায় সেবা নিতে আসেন। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান সেবা প্রত্যাশীদের।জানা গেছে, আদমদীঘি থানায় ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এর মধ্যে শুধু সান্তাহার পৌরসভায় একটি পুলিশ ফাঁড়ি রয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এ থানা এলাকার প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা বিধান, অপরাধ দমন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য দিন-রাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন আদমদীঘি থানা ও সান্তাহার ফাঁড়ির পুলিশ সদস্যরা। আদমদীঘি থানার সামনে এই উঁচু নিচু চলাচলের অনুপযোগী একমাত্র সড়কটি দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় মারাত্বক ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পুলিশ সদস্য ও সেবা নিতে আসা সাধারণ মানুষদের। বর্তমানে সড়কে গর্ত সৃষ্টি হয়ে পানি জমে থাকছে। সড়কটি দিয়ে চলাচলের সময় মোটরসাইকেল, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনের চাকা গর্তে পড়লে জমে থাকা নোংরা পানি ছিটকে গায়ে পড়ে কাপর নষ্ট হচ্ছে। মাত্র ৭০ ফিট উঁচু নিচু এই বেহাল সড়কটি দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, সড়কটি সংস্কারের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক মহোদয়কে কয়েক বার বলা হয়েছে।
উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহ বলেন, এই উপজেলার প্রতিটি সড়কের উন্নয়নের জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। ইতি মধ্যে সড়কটির এস্টিমেট তৈরি করে জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা জানায়, জেলা প্রশাসক থেকে বরাদ্দ এলে থানার সামনের সড়কের উন্নয়ন কাজ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com