অদ্য ১/৩/২৪ ইং শুক্রবার বিকেলে নরসিংদীর তিন শিবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এমপি কে পুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফেরদৌসি ইসলাম , সভাপতি শিবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ ও কার্যকরী কমিটির সদস্য বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ।
তিনি বলেন বিগত সাতই জানুয়ারি আপনারা যেভাবে ভোট দিয়ে আলহাজ সিরাজুল ইসলাম মোল্লা কে এমপি বানিয়েছেন সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনাদেরকে ধন্যবাদ জানাই, আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এমপি একজন ভালো মানুষ উনি জনগণের কাজ করতে পছন্দ করেন ,উনাকে কাজ করার সুযোগ দিলে উন্নয়নমূলক কাজগুলো করিতে পারিবেন ,সেজন্য ভালো একজন ভালো উপজেলা চেয়ারম্যান দরকার ,উপজেলা চেয়ারম্যান এর কারণে উন্নয়নমূলক কাজের টাকাগুলো ঢাকা ফান্ডে ফেরত চলে গেছে। আমি আপনাদের কাজ করতে পারব ,আমার কোন চাওয়া পাওয়া নাই আমার তিনটি মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি আমার কোন ছেলে নাই ,আমি মনে করি শিবপুরের আপামর জনসাধারণ আমার সন্তান আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে থেকে কাজ করিতে চাই। এমপির কাছে আমার দাবি যে কোন হত্যার বিচার হতে হবে শিবপুর থেকে মাদক ,সন্ত্রাসমুক্ত করতে হবে ,আমি আপনাদের সাথে কাজ করবো সুন্দরভাবে , এখান থেকে নেওয়ার মতো আমার কিছুই নাই আমি যে চায়না বাংলা থেকে অরিয়াম পাই,তা আমি তিন ভাগে ভাগ করি, এক অংশ আমি নিজে রাখি ,আরেক অংশ গরিব আত্মীয়-স্বজনের মাঝে বিতরণ করি ,আরেক অংশ গরিব-দুঃখী অসহায় মা-বোনদের কে দিয়ে দেই। আমি চাই সংসদ নির্বাচনে যেভাবে আপনারা এমপিকে ভোট দিয়ে সহযোগিতা করেছেন সেইভাবে আমাকে উপজেলা চেয়ারম্যান আপনাদের ভোটে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিবেন।
খন্দকার হাসান উল সানী এলিজ চেয়ারম্যান পুটিয়া ইউনিয়ন পরিষদ ও সভাপতি পুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী তিন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ সিরাজুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহিদুল আলম সরকার ,শ্রম বিষয়ক সম্পাদক নরসিংদী জেলা আওয়ামী লীগ,আব্দুল হাই মাস্টার সহ-সভাপতি শিবপুর উপজেলা আওয়ামী লীগ উপদেষ্টা নরসিংদী জেলা আওয়ামীলীগ, মাহাবুবুল আলম মোল্লা তাজুল সভাপতি শিবপুর উপজেলা যুবলীগ, মোঃ লোকমান হোসেন সচিব পুটিয়া ইউনিয়ন পরিষদ, সঞ্চালনা করেন মোহাম্মদ রোমান পাঠান, উপস্থিত ছিলেন পুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং পুটিয়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।