উখিয়া সোনাইছড়ি খেলার মাঠে ফুটবল খেলা কে কেন্দ্র করে অভিনব কায়দায় চলছে চাঁদাবাজি, এ নিয়ে সর্বত্র চলছে সমালোচনা ।
সর জমিনে গিয়ে দেখা যায়, খেলার মাঠের বিভিন্ন প্রবেশপথে বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়েছে, বসানো হয়েছে টিকিট কাউন্টার। ভুক্তভোগীরা জানান, গাড়ি পার্কিং এর নামে ২০ থেকে ৩০ টাকা নেওয়া হয, পরবর্তী গেটে এসে টিকিটের জন্য দিতে হয় ৩০ টাকা। পরবর্তীতে সেমি ফাইনাল ও ফাইনাল খেলা দেখতে টিকিট মার্কার কলম দিয়ে ৫০ টাকা লিখে আদায় করে নিচ্ছে ৫০ টাকা ।
সূত্রে জানা যায, খেলার মাঠে ভ্রাম্যমান দোকান বসেছে নিয়মিত এসব দোকান থেকে নেওয়া হচ্ছে মোটা অংকের টাকা, এছাড়া মাঠের একাংশে বসে খেলা দেখার সুবিধার্থে চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সেই চেয়ারে বসে খেলা দেখতে হলে দিতে হচ্ছে ৫০ থেকে ১০০ টাকা । সম্প্রতি খেলায় বোঝাপড়া না হওয়ায় কক্সবাজার ও টেকনাফ এই দুই দলের মধ্যে খেলা শেষে মারামারির ঘটনা ঘটেছে বলে জানাই স্থানীয়রা।
সুশীল সমাজের নেতৃবৃন্দ জানান, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সোনাইছড়ি খেলার মাঠে প্রতিবছর টুর্নামেন্ট আয়োজন করলেও কোন সময় সমালোচনা হয়নি, কিন্তু এবছর টিকিটের মূল্যের পাশাপাশি গাড়ি পার্কিংয়ের নামে টাকা নেওয়া হচ্ছে এমনটা শোনেছি। এছাড়া সেমিফাইনাল থেকে টিকিটের মূল্য ৫০ টাকা নেওয়া হচ্ছে বলে জেনেছি। যেটা আসলে কাম্য নই।
খেলা পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ও স্থানীয় লোকজন বলেন। প্রতিটি খেলা পরিচালনার জন্য অনেক টাকার প্রয়োজন তাই টিকিট নেওয়া হচ্ছে। তবে গাড়ি পার্কিং এর বিষয়ে এবং টিকেটের মূল্য অতিরিক্ত কেন? এমন প্রশ্নের জবাবে তারা কিছু বলতে রাজি হয়নি।