সিরাজগঞ্জের উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের জনসাধারণের আয়োজনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পঞ্চক্রোশী ইউনিয়নের বন্যাকান্দি আলীম মাদ্রাসা চত্বরে আলহাজ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও আব্দুল সালাম শেখের সঞ্চালনায় অর্থ বিভাগ সম্পর্ক বিষয়ক অতিরিক্ত সচিব মো.হাসান আরিফ এর পক্ষপাতিত্ব মূলক কার্যকলাপের বিরুদ্ধে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পঞ্চক্রোশী ইউনিয়নের জনসাধারণের আয়োজনে পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের নামে আরএস রেকর্ডকৃত সম্পত্তির উপরে স্হায়ী কার্যালয়ের পাশে বণ্যাকান্দিতে কমপ্লেক্স ভবনের দাবি জানান । এসময় বক্তব্য রাখেন,ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী,উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আজমল হোসেন,ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক তাজমুল হাসান দুলাল সহ আরো অনেকে।