কাওড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
শামীম আহমেদ
-
প্রকাশের সময় :
সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
-
২৩৫
বার পড়া হয়েছে
জমজমাট আয়োজনে শেষ হয়েছে কাওড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪। শনিবার (১০ ফেব্রুয়ারি) কাওড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলার ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঁঞা ও এলাকার গণ্যমান্য সংস্কৃতিমনা ব্যক্তিবর্গসহ আরো অনেকে । বালিকা বিদ্যালয় বিধায় গৃহিণীদের ডল নেমেছিল।
জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে মশাল দৌড়ের মধ্য দিয়ে ক্রীড়া উৎসব শুরু হয়। ক্রীড়া পরিচালনা করেন কাওড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শফিউল আলম (রেনু)। দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলন, মার্চ পাস্টের পর বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল, দৌড়, রিলে দৌড়, দড়ি লাফ, গোলক নিক্ষেপ, ভলিবল যেমন খুশি তেমন সাজো, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অতিথি ও অভিভাবকদের জন্য টার্গেট ফিলাপ প্রভৃতি। সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠিত হয় নাচ, গান, নাটক সহ বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিচালনা করেন সহকারী শিক্ষক শামীম আহমেদ ও টেকনিক্যাল দায়িত্বে ছিলেন জিলকাদ হোসেন সুমন। সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল নাটক: ‘এ সমাজ ভাঙল যারা’ পরিচালনা করেন সহকারী শিক্ষক মোহাম্মদ আলী ও নাটকের পৃষ্ঠপোষকতায় ছিলেন সহকারী শিক্ষক ফররুখ আহমেদ এবং সার্বিক তত্ত্বাবধানে সহকারী প্রধান শিক্ষক এটিএম শাহজাহান। শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার দেয়া হয়। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব মোঃ জসিম উদ্দিন।
এ বিভাগের আরো সংবাদ