মাদারীপুরের কালকিনিতে ঐতিহ্যবাহী কালকিনি প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুলাই) দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এ শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহাদাত ওয়াশিম, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন লিয়াকত, অর্থ সম্পাদক মোঃ জাহিদ হোসেন, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান, সমাজসেবা সম্পাদক সবুজ খান, কার্যকারি সদস্য রফিকুল ইসলাম মিন্টু, আসাদুজ্জামান দুলাল, সদস্য আজাহারউদ্দিন,ডলি আক্তারসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন,সাংবাদিকরা হলেন জাতির বিবেক। আমি আশা করি আপনারা বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসনের সার্বিক দিকগুলো জাতির সামনে তুলে ধরবেন। সাংবাদিকদের সার্বিক সহযোগীতা ছাড়া সমাজ থেকে অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করা সম্ভব নয়। তাই আপনারা উপজেলা প্রশাসনকে সার্বিকভাবে সহযোগীতা করবেন যাতে সমাজ থেকে অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করা যায়।