শিক্ষার আলোই বাংলাদেশ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে জিপিএ – ৫ প্রাপ্ত ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে।শুক্রবার (১৬) ফেব্রুয়ারি শ্রীবরদী সরকারী কলেজ মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো: নাঈম ইসলাম রতনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। বক্তাগণ কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হব। দেশ সেরা কৃতিত্ব অর্জনের মধ্য দিয়ে সংবর্ধনা নেওয়া নতুন প্রজন্মরা আগামীতে শ্রীবরদীকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য এডি এম শহিদুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জুয়েল আকন্দ, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ছালাহ উদ্দিন ছালেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও) ফৌজিয়া নাজনীন, অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, শিক্ষার আলোই বাংলাদেশ (ভারপ্রাপ্ত ) সাধারণ সম্পাদক মো: কামরুল হাসান শান্ত প্রমুখ।