কেন্দুয়ায় নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা
শামীম আহমেদ
-
প্রকাশের সময় :
শনিবার, ১৬ মার্চ, ২০২৪
-
৯৫
বার পড়া হয়েছে
কেন্দুয়া উপজেলায় নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষকবৃন্দ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সুধীজনদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
সভায় নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মোঃ আশরাফ উদ্দিনের পরিচালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ এনামুল হক (পিপিএম-সেবা), সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুখলেছুর রহমান বাঙালি, সান্দিকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ ভাস্কর তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী প্রমুখ ।
অনুষ্ঠানে সভাপতি তাঁর বক্তব্যে বলেন, আমি কোন আঞ্চলিকতায় বিশ্বাস করি না । কেননা এটা মানুষকে সংকীর্ণ করে তুলে । মানুষ যে কোন পরিবেশ ও পরিস্থিতিতে নিজেকে বিকাশ ঘটাতে পারে । তিনি আরো বলেন, আমার কাছে উন্নয়ন শুধু অবকাঠামোগত উন্নয়ন নয় । উন্নয়ন হচ্ছে শিক্ষা, মাদকমুক্ত সমাজ, উন্নয়ন হচ্ছে ধর্মনিরপেক্ষতা, উন্নয়ন হচ্ছে দুর্নীতিমুক্ত সমাজ এবং উন্নয়ন হচ্ছে বাংলাদেশের সার্বিক উন্নয়ন । আর সেই উন্নয়নে আমি সবার সহযোগিতা কামনা করি ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ মুজিবুর রহমান ,উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ভূঁঞা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ আসাদুল করিম মামুন, কেন্দুয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন ও বেতারের বিশেষ শ্রেণির তালিকাভুক্ত কণ্ঠ শিল্পী প্রদীপ সাহা , উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন সরকার, উপজেলার জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি-বেসরকারি কর্মকর্তাববৃন্দ সহ সর্বস্তরের সুধীজন ।
এ বিভাগের আরো সংবাদ