কেন্দুয়া পৌরশহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার টিএনটি অফিস সংলগ্ন স্থানে একটি মুদি দোকান ছিল দুলাল মিয়ার। স্থানীয় কমলপুর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে তিনি। গত ২০ বছর ধরে এই দোকানটির মাধ্যমে সংসার চালিয়ে আসছেন। লেখাপড়া করাচ্ছেন দুই ছেলে ও এক মেয়েকে। কিন্তু গত মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা ওই দোকানটিতে আগুন ধরিয়ে দেয়। এতে দোকানে থাকা ফ্রিজ, সৌরবিদ্যুতের ব্যাটারী, আসবাবপত্র ও অন্যান্য মালামালসহ প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এনজিও থেকে ঋণ নিয়ে দোকানটি চালিয়ে আসছিলেন দুলাল মিয়া। কিন্তু দুর্বৃত্তরা আগুন দিয়ে দোকানটি পুড়িয়ে দেওয়ায় তিনি এখন নিঃস্ব।