নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনায় (এনইউবিটিকে) ক্যাম্পাস সাংবাদিকদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ এপ্রিল) নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা ক্যাম্পাসে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের নিজস্ব স্টুডিওতে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়।
ক্যাম্পাস সাংবাদিকদের কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. সেলিম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনইউবিটি খুলনার সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান সিনিয়র প্রভাষক মুস্তাফিজুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনইউবিটি খুলনার সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রভাষক মো: মতিউর রহমান এবং প্রভাষক এম এম মুজাহিদ উদ্দীন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র ক্যাম্পাস সাংবাদিক আল হাসান আকুঞ্জী এবং সঞ্চালনা করেন সিনিয়র ক্যাম্পাস সাংবাদিক রাসেল কবির।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা সাংবাদিকদের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা এবং দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের কাছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকেরা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের কার্যক্রম আরও গতিশীল করতে একটি প্লাটফর্ম তৈরীর আবেদন জানালে আমন্ত্রিত অতিথিরা অতি দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।