ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্য নৃশংস হত্যাকাণ্ডের শিকার হওয়ায় কয়রায় এর তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কপোতাক্ষ কলেজ ছাত্রদলের উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১১টায় কলেজ চত্বরে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কপোতাক্ষ কলেজ ছাত্রদলের সভাপতি মামুন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ছাত্রদল নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “শাহরিয়ার আলম সাম্য একজন মেধাবী ছাত্রনেতা ছিলেন। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।” সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, “দেশে সন্ত্রাস ও নৈরাজ্য যেভাবে বিস্তার লাভ করেছে, তাতে সাধারণ ছাত্রসমাজ আতঙ্কিত। এই হত্যাকাণ্ডের মাধ্যমে সন্ত্রাসীরা একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করতে চাইছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, তারা যেন দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে সন্ত্রাসীদের দমন করে এবং শাহরিয়ার আলম সাম্য হত্যার ন্যায়বিচার নিশ্চিত করে।” বিক্ষোভ মিছিলটি কলেজ চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে এসে শেষ হয়। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ছাত্রদল নেতা সাব্বির হোসেন, নাছরুল্লাহ, সবুজ, ইমরান হোসেন, সুজন, রুবিনা, মিটু, আকিমুল, আলিফ, নাইম, এবং সাব্বির সহ আরও অনেকে।