দিনাজপুরের চিরিরবন্দরে অমর একুশে বইমেলার সম্পন্ন, পুরস্কার বিতরণ ও উপজেলার কৃতি শিক্ষার্থী এবং ক্রীড়াবিদদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল ২৪ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৫টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে বইমেলার সমাপনী ও বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থী এবং ৫২তম আন্তঃ স্কুল মাদরাসা, কারিগরি শিক্ষা শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে পদক অর্জন করায় কৃতি ক্রীড়াবিদদের সংবর্ধনা দেয়া হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হক। এসময় উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. তানভীর হাসনাত রবিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, প্রধান শিক্ষক মো. মাহতাবউদ্দিন সরকার, মেহের হোসেন রেসি. মডেল স্কুলের অধ্যক্ষ মো. মিজানুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। শেষে অমর একুশে চিত্রাঙ্কন ও শুদ্ধ বানান প্রতিযোগিতার বিজয়ী ও কৃতি শিক্ষার্থী, কৃতি ক্রীড়াবিদদের মাঝে পুরস্কারস্বরুপ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।