লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারেক বিন রশিদ, পিপিএম স্যারের সার্বিক দিক- নির্দেশনায় অদ্য ২৫/০২/২০২৪ইং তারিখ রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সোলাইমান মহোদয়ের নেতৃত্বে এসআই/মোঃ আবু ইউসুফ, এএসআই/ মোঃ সবুজ মিয়া ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া গোপন সংবাদের ভিত্তিতে চোরাই মোটর সাইকেল উদ্ধার মামলা ০২(দুই) জন আসামী গ্রেফতার করে।
১। মানিক হোসেন প্রকাশ জুয়েল (২৭), পিতা-মৃত শফিকুল ইসলাম, মাতা-আলেয়া বেগম , গ্রাম- বাউর খাড়া (পাটোয়ারী বাড়ী) থানা- রামগঞ্জ, জেলা –লক্ষ্মীপুর।
২। শাহাদাত হোসেন হৃদয়(২৫), পিতা-আব্দুল মান্নান, মাতা-নাজমুন নাহার প্রকাশ বেবী , গ্রাম- খোদ্দনগর (আমিন উদ্দিন মিঝি বাড়ী) থানা- রামগঞ্জ, জেলা -লক্ষ্মীপুরদ্বয়কে গ্রেফতার পূর্বক
পরবর্তীতে উক্ত আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।