1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
“শ্রমিকের আইনগত সুরক্ষায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশকে কিছু দল মৃত্যুপুরী বানাচ্ছে : মোমিন মেহেদী আত্রাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কৃষকদল নেতা আলা বহিষ্কার ত্রিশালে প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণের অভিযোগ বখাটে যুবকের বিরুদ্ধে গোপালগঞ্জে রণক্ষেত্র পরিস্থিতি, জারি ১৪৪ ধারা মোতায়েন ৪প্লাটুন বিজিবি জুলাই-আগষ্ট গনঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন ও বৃক্ষ রোপণ কর্মসূচি নিজামপুরে বিএনপি বগুড়া-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত রংপুরের মিঠাপুকুরে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তাদের মতবিনিময় সভা রংপুরে জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদদের স্মরণে নজরুল বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন

চৌগাছার ইকবালের গ্রামের বাড়ি শোকে কাতর

মেহেদী হাসান শিপলু
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

ঢাকার সাভারে আগুনে পুড়ে নির্মম মৃত্যুর শিকার যশোরের চৌগাছার ইকবাল হোসেনের (৩৫) বাড়িতে বয়ে যাচ্ছে কান্নার রোল। একমাত্র ছেলেকে হারিয়ে বৃদ্ধ মা সুফিয়া বেগম যেন নির্বাক। নিহত ইকবাল হোসেন উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বর্ণি গ্রামের বাসিন্দা মৃত আজিজুর রহমানের একমাত্র ছেলে।

মঙ্গলবার ভোরে সাভারের অদুরে এই দুর্ঘটনা ঘটে। আগুনে পুড়ে মৃত্যুর শিকার ইকবাল হোসেনের প্রতিবেশি আরিফুজ্জামান সাগর ও সংশ্লিষ্ঠ ইউপি সদস্য তরিকুল ইসলাম জানান, বর্ণি গ্রামের বিওপি ক্যাম্পের পাশেই নিহত ইকবালের বসবাস ছিল। পিতার মৃত্যুর পর মা সুফিয়া বেগম,স্ত্রী আঞ্জুয়ারা বেগম ও দুই কন্যা সন্তানকে নিয়ে বসবাস করতেন। বড় মেয়ে চৌগাছা পৌর এলাকার পাঁচনামা গ্রামে বিয়ে দেয়ার পর দিনমজুর ইকবাল হোসেন দায় দেনায় জর্জরিত হয়ে পড়েন। বিশেষ এনজিও থেকে ঋন নিয়ে পড়ের মহাবিপাকে।একপর্যায়ে মায়ের কাছে ছোট মেয়েকে রেখে ইকবাল হোসেন প্রায় এক বছর আগে পাড়ি জমাই ঢাকা সাভারে। সেখানে একটি ভাড়া বাড়িতে স্ত্রী নিয়ে বসবাস শুরু করেন। স্ত্রী স্থানীয় একটি বে সরকারী প্রতিষ্ঠানে কাজ নেয় আর ইকবাল হোসেন কাজ নেয় লেবারের। বিভিন্ন ট্রাক লরি হতে মালামাল লোড আনলোড করাই ছিল পেশা। সেখানে দু’জনে মিলে আয় করে দেনাও অনেক পরিশোধ করেছে। প্রতি দিনের মতই মঙ্গলবার ভোরে সে সাভারের অদুরে হেমায়েতপুর জোরপুল এলাকাতে একটি ট্রাক হতে সিমেন্ট আনলোডের কাজ করছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি তেল বাহি ট্রাক ঘটনা¯’লে এসে চালক নিয়ন্ত্রন হারিয়ে সড়কেই উল্টে যাই। সঙ্গে সঙ্গে তেলে আগুন লেগে পাশে থাকা ট্রাক,প্রাইভেটকারসহ বেশ কিছু যানবাহনে আগুন ছড়িয়ে পড়ে।

সিমেন্টের ট্রাকে থাকা ইকবাল হোসেনসহ দুই জন অগ্নিদগ্ধ হয়ে ঘটনা¯’লেই মারা যায়। আহত হয় অন্তত দশজন। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রন করেন। নিহতের প্রতিবেশিরা আরও জানান, ইকবাল হোসেন ওই পরিবারের একমাত্র ছেলে সন্তান। পিতার মৃত্যুর পর তিনিই ছিলেন পরিবারের একামত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার অকাল মৃত্যুতে সকলেই হতবিহবল হয়ে পড়েছেন। সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ হবিবর রহমান হবি বলেন, সোস্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে নির্মম এই মৃত্যুর খবর শুনে আমিও ব্যক্তিগত ভাবে মর্মাহত। সকালে নিহতের পারিবারে গেছি কিন্তু এখানে তো তেমন কেউ থাকে না। জানতে পেরেছি সাভারেই নিহতের ময়নাতদন্ত শেষে মরাদেহ বাড়িতে পাঠানো হবে। চৌগাছা থানার সেকেন্ড অফিসার এসআই লোকমান হোসেন বলেন, আমরাও এমন একটি খবর শুনেছি, তবে আইনগত সকল প্রক্রিয়া সংশ্লিষ্ঠ এলাকার থানা পুলিশ সম্পন্ন করবেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com