দৈনিক লোকসমাজ পত্রিকার স্টাফ রিপোর্টার মাসুদ রানা বাবুকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন চৌগাছার সাংবাদিক নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে হুমকিদাতাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন, প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি শেখ মোঃ ওয়ালিউর রহমান, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, যুগ্ম সম্পাদক মোঃ শাহিন,সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, সিনিয়র সহ-সভাপতি খালেদুর রহমান, সহ-সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, যুগ্ম সম্পাদক শামীম রেজা, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন সাগর, সাংবাদিক বাবলুর রহমান, খলিলুর রহমান জুয়েল, কবিরুল ইসলাম, মোঃ বাবু, সুজন দেওয়ান, এম আমিনুর রহমান, ফারুক হোসেন, মহিদুল ইসলাম, দেবরাজ কুমার বিশ্বাস,মেহেদী হাসান শিপলু, সাহেদ সুজন, শাহীন সোহেল প্রমুখ।