শরীয়তপুর জাজিরা উপজেলায় বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে, যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
২৬ মার্চ রোববার সূর্যদ্বোয়ের সাথে সাথে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সবংর্ধনার মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা।
দিবসটির নানা কর্মসূচির মধ্যে ছিল ৩১ বার তোপধ্বনীর, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা ও পৌর সভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের চিত্রাংকন ও দৌড় প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, আলোচনা সভা, হাসপাতাল ও এতিমখানায় ইফতারির আয়োজন, দোয়া মাহফিল সহ বিভিন্ন আয়োজন।
এছাড়াও উপজেলার সেনেরচরে অবস্থিত মানিকনগর আলহাজ্ব মোহর আলী হাফেজিয়া কওমি মাদ্রাসার এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে ইফতার বিতরণ, কাজির হাট বাস স্ট্যান্ড ও টিএন্ডটি মোড় বাসস্ট্যান্ডে ভ্রাম্যমান গরিব অসহায়, শ্রমজীবী, পথিক ও গাড়ির ড্রাইভারদের মাঝে ইফতার বিতরণ সহ উপজেলা কনফারেন্স রুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা ও মুসলিম উম্মাহর নাজাতের জন্য দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী শিকদার, পৌর মেয়র ইদ্রিস মাদবর, সহকারী কমিশনার (ভুমি) মো. আরিফুল রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিএম নুরুল হক, পদ্মা সেতুর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।