জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন – এই জনপদে গণমানুষের প্রিয় নেতা জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ। প্রার্থীতা ঘোষণা করার সময় তিনি বলেন, আজকে বাঙালি জাতির জন্য গৌরবের একটি দিন।এই দিনে বঙ্গবন্ধুর আদর্শিক সন্তান হিসেবে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জামালপুর সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা করছি।
তৃণমূলের নেতাকর্মীদের সমর্থন চাই। গত ১৭ মার্চ, রবিবার তিনি এই ঘোষণা দেন। প্রার্থীতা ঘোষণার পরেই জামালপুর সদরের ১৫ টি ইউনিয়নে চসে বেড়াচ্ছেন, তারপর থেকেই তৃণমূল খুশীর জোয়ারে ভাসছে। তৃণমুলে গণজোয়ার উঠেছে। হাজারো নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের সমর্থন জানাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায়তেও সমর্থনের ঝড় উঠেছে। জামালপুরের ভূমিপুত্র, সদরের ফিনিক্স পাখি, এই জনপদে গণমানুষের প্রিয় নন্দিত জননেতা বাবু বিজন কুমার চন্দ জনমানুষের সঙ্গে মিশে কাজ করেন। জামালপুরের তুলসীপুরে শৈশব কাটিয়ে ১৯৮২ সালে সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে এইচএসসি পাশ করেন। রাজনীতি ও সামাজিক নানা কর্মকান্ডের মধ্য দিয়ে তিনি মানুষের অতি আপনজন হয়ে উঠেন। বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, পৌর আওয়ামী লীগের দায়িত্ব পালন করে সর্বশেষ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সংস্কৃতিমনা, সমাজ কর্মী, দৃঢ়চেতা এই মানুষটি প্রজ্ঞা দিয়ে ভালোবাসার মানুষ হিসেবে নিজেকে গড়তে পেরেছেন।
তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকেও যে মানুষটার সম্পদের পাহাড় নাই, বরং নিজের পৈতৃক ভিটা মাটি বিক্রি করে রশিদপুর ইউনিয়নের অজপাড়াগাঁয়ে গড়ে তুলেছেন “তুলশিপুর ডিগ্রি কলেজ” নারি শিক্ষা সম্প্রসারণে প্রতিষ্ঠা করেছেন “তুলশিপুর আদর্শ বালিকা বিদ্যালয়”। তৃণমূল হৃদয় থেকে গভীরভাবে উপলব্ধি করে, আমাদের দাদার সম্পদের পাহাড় না থাকলেও ঐশ্বর্যে কানায় কানায় পরিপূর্ণ একটা মন আছে, যেখানে বসবাস করে তৃণমূলের সাধারণ কর্মীদের প্রতি গভীর মমত্ববোধ। তাঁর সাংগঠনিক দক্ষতা, নৈতিক সততা, রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার সামর্থ্য, সত্যি কথা বলার সৎ সাহস ও তৃণমূল নেতাকর্মীদের প্রতি গভীর মমত্ববোধ তাকে এমন পর্যায়ে নিয়ে এসেছে যে, তিনি এখন তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের অনুভূতি আর অনুপ্রেরণার অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন। তৃণমূল নেতাকর্মীদের আশা-আকাঙ্ক্ষার সংগ্রামী রাজনৈতিক ঠিকানায় পরিণত হয়েছেন। শুধু তৃণমূলের কর্মী সমর্থকই নয় জনসাধারণের মাঝেও তাঁর গ্রহনযোগ্যতা আকাশচুম্বী। জামালপুর সদরের বেশীরভাগ তৃণমূল নেতাকর্মী ও সমর্থকরা বাবু বিজন কুমার চন্দকেই সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে চায়। প্রার্থীতা ঘোষণা করার পরেই সদরের প্রত্যেকটি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।