ঝিনাইদহ শৈলকূপা ৬নং সারুটিয়া ইউনিয়ন কৃত্তিনগর গ্রাম নামক স্থানে ট্রাক উল্টে যুবক নিহত।ঘটনা সূত্রে জানা যায় ট্রাক্টর নিয়ে বালি আনার সময়।কৃৃত্তিনগর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে জিকে ক্যানালে ট্রাক্টর উল্টে যায়।তখনি সাথে সাথে স্থানীয়রা তাকে ট্রাক্টরের নিচ থেকে উঠিয়ে নিয়ে। দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যায়।ডাক্তার জানান উনি মারা গেছে। জানা যায়, যে তারা নদী থেকে বালি নিয়ে বিভিন্ন বাটা এবং বিভিন্ন বাসা বাড়িতে নিয়ে জায় ।এই ট্রাক্টরগুলোর ড্রাইভার বেপরোয়া গতিতে গাড়ি চালান।স্থানীয়দের পথে চলাচল করা খুবই অসুবিধা হয়। এবং স্থানীয়রা বললে ড্রাইভারদের কিছু বল্লে তারা তাদের উপরে ধমক দেয়। এদের চলাচলের দিশেহারা ছয় নং সারুটিয়া ইউনিয়নের গ্রামবাসীরা। নিহত ব্যাক্তি হলেন ঝিনাইদহ শৈলকূপা ৭নং হাকিপুরের হরিহারা গ্রামের ছেলে আরিফ ইসলাম। (৩২)