কক্সবাজার টেকনাফের সদর ইউনিয়নের সিলবুনিয়া পাড়ায় অভিযান চালিয়ে এক লক্ষ দশ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। এ সময় মাদক পাচারকারী টমটম চালক নুরুল ইসলাম প্রকাশ নুরু (৩৫) কে আটক করতে সক্ষম হয়। মাদক পাচার কাজে জড়িত থাকার দায়ে টমটম গাড়ি টিও জব্দ করা হয় ।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে টেকনাফ মডেল থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া সার্কেল মোহাম্মদ রাসেল পিপিএম। উপস্থিত ছিলেন টেকনাফ মডেল থানার (ওসি) মোহাম্মদ ওসমান গনি, পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুর রাজ্জাকসহ সংগীয় কর্মকর্তাগণ। তিনি আরো জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এবং মাদক কারবারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান চলমান রয়েছে।