কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের দক্ষিণ আলীখালী বিলে বিদ্যুতের জন্য অধিগ্রহণের প্রস্তাবিত জমি থেকে মাটি কাটার অভিযোগে একটি ডাম্পার ও এস্কেভেটর জব্দ করেছে টেকনাফ উপজেলা প্রশাসন। টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী এই অভিযানে নেতৃত্বদেন, পরে তাদের অপরাধ বিবেচনা করে দুই লক্ষ টাকা জরিমানা করা হয় বলে নিশ্চিত করল এরফানুল হক চৌধুরী।
জানা গেছ, টেকনাফে শতভাগ বিদ্যুৎতায়ন নিশ্চিত করতে এবং চাহিদার পরিপেক্ষিতে একটি শক্তিশালী বিদ্যুৎ গ্রিড স্থাপনের জন্য হ্নিলা দক্ষিণে মৌজা থেকে পাঁচ একর জমি অধিগ্রহণের প্রস্তাব করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়। সে প্রস্তাবিত জমি থেকে পাশের একটি ইটভাটার মালিক মাটি কাটে ইট তৈরির কাজে ব্যবহারের জন্য নিয়ে যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এরফানুল হক চৌধুরী এই অভিযান পরিচালনা করেন। তিনি আরো জানান কেউ যদি ভুমি আইন অমান্য করে ফসলের জমি থেকে মাটি কাঠে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনুন ব্যবস্থা গ্রহণ করা হবে।