ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় এক ফেন্সিডিল ব্যবসায়ীকে আটক করে রুহিয়া থানা পুলিশ।আটকৃত ব্যবসায়ী মোঃ হাসিবুল ইসলাম ওরফে হাসু(২৬) নামে এক মাদক ব্যাবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেন। ৩ মার্চ রবিবার রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিক্তিতে রুহিয়া ব্রাইট স্টার স্কুলের পূর্ব পার্শ্বে জনৈক মোশারুল ইসলাম এর ইলেকট্রনিক্স দোকানের সামনে গ্রেফতার করে রুহিয়া থানা পুলিশ।
১নং রুহিয়া ঘনিবিষ্টপুর (টাওয়ার পাড়া) এলাকার মোঃ বাবুল এর ছেলে মোঃ হাসিবুল ইসলাম ওরফে হাসু, হাসু গ্রেফতার হলেও গ্রেফতার হয়নি মজুতদার ব্যবসীদের, প্রভাবশালী প্রকোপে পুলিশের নাকের ডগায় ঘুরছেন ঘনিমহেষপুর (প্রধানপাড়া) এলাকার মৃত: রতব আলী’র ছেলে মোঃ সাদ্দাম হোসেন(৩০)। রুহিয়া থানা অফিসার ইনচার্জ মো: গুলফামুল মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গ্রেফতার কৃত হাসুর কাছে থেকে ১২ (বার) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। রুহিয়া থানায় একটি মামলা রুজু করেন। যার মামলা নং-০১, তাং-০৪/০৩/২০২৪ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ১৪(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।