ঠাকুরগাঁও জেলা পরিষদ উপনির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন সন্তোষ কুমার আগরওয়ালা। বৃহস্পতিবার জেলা পরিষদ উপ নির্বাচনের শূন্য পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তিনি। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় ২০২৩ সালের ২৪ অক্টোবর জেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষিয়ান নেতা ও রাজনীতিবিদ মুহা:সাদেক কুরাইশি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে উক্ত পথটি শূন্য হলে ৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। ত্রুটি থাকায় এসএম মইনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। পরবর্তীতে প্রার্থীরা ফিরে পেতে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হন বলে জানা যায়। বর্তমানে সন্তোষ কুমার আগরওয়ালা মনোনয়ন প্রত্যাহার করার পর, ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল নির্বাচনে রয়েছেন।
উল্লেখ্য গত বছরের ২৪ অক্টোবর জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাদেক কুরাইশী মৃত্যুবরণ করলে পদটি শূন্য হয়। ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৭৫৮ জন। এর মধ্যে সদর উপজেলার মোট ভোটার সংখ্যা ৩০৬ জন। পুরুষ ২৩৪ ও নারী ভোটার সংখ্যা ৭২ জন। বালিয়াডাঙ্গী উপজেলার মোট ভোটার সংখ্যা ১০৫ জন।এর মধ্যে পুরুষ ৭৯ ও মহিলা ভোটার সংখ্যা ২৬ জন।হরিপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮১ জন।এর মধ্যে পুরুষ ৬২জন ও নারী ভোটার সংখ্যা ১৯ জন। পীরগঞ্জ উপজেলার মোট ভোটার সংখ্যা ১৪৬ জন। এর মধ্যে পুরুষ ১১১ জন। ও নারী ভোটার সংখ্যা ৩৫ জন। রাণীশংকৈল উপজেলার মোট ভোটার সংখ্যা ১২০ জন। এর মধ্যে পুরুষ ৯২ জন। নারী ভোটার সংখ্যা ২৮ জন। আগামী ৯ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।