তিন দিবসের প্রস্তুতিমূলক সভা
শামীম আহমেদ
-
প্রকাশের সময় :
মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
-
১২৭
বার পড়া হয়েছে
কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিন ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণ হত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কেন্দুয়ায়ার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া।
সভায় যোগদান করেন, নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক পিপিএম, কেন্দুয়া পৌরসভার মেয়র মোঃ আসাদুল হক ভুঞাসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক সহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। সভায় যথাযথভাবে দিবসগুলি পালনের জন্য বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম।
এ বিভাগের আরো সংবাদ