কুষ্টিয়ায় মিরপুরে পৃথক তিন মামলার সাজা প্রাপ্ত আসামি ফজলুর রহমান (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ থেকে আসামিকে গ্রেফতার করে পুলিশ। আসামি ফজলুর রহমান বারুইপাড়া ইউনিয়নের মির্জানগর এলাকার রবজেল পরামানিক এর ছেলে। তিনি পৃথক তিনটি সি আর মামলায় এক বছর, ছয় মাস এবং ৪ মাসের সাজা প্রাপ্ত আসামি।
দীর্ঘদিন তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, আসামি ফজলুর রহমান একজন সাজা প্রাপ্ত চতুর আসামী। তিনি দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিলেন। মিরপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করার জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছিলেন। সর্বশেষ মিরপুর থানার এ এস আই মানবেন্দ্র বিশ্বাস সঙ্গীয় ফোর্স এবং র্যাব-১ এর সিপিসি-৩ একটি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ বলেন,গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মিরপুর থানা পুলিশ সর্বোচ্চ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ওয়ারেন্ট নিয়ে কাজ করছে। সর্বশেষ একদিনে মিরপুর থানা পুলিশ 18 টি ওয়ারেন্ট তামিল করতে সক্ষম হয়েছে।