নেত্রকোনার দুর্গাপুরে পাঁচবছর আগে বসানো পরিত্যক্ত একটি টিউবওয়েল থেকে পানির সাথে অনবরত উঠছে গ্যাস। ১৫-ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়ন এর কালিকাপুর গ্রামের রমিজা খাতুন এর বাড়ি পেছনে থাকা একটি পানির পরিত্যক্ত টিউবওয়েল থেকে হঠাৎই এ গ্যাসের উদ্ভব উঠে।
টিউবওয়েল থেকে অনবরত গ্যাস বের হওয়ার বিষয়টি জানাননি হলে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা ভিড় করে দেখতে আসছে রমিজা খাতুনের বাড়িতে।
এবিষয়ে রমিজা খাতুন জানান, সকালে হঠাৎ পানির ঝমঝম শব্দে চকমকে যান তিনি। সেচের পানির পাম্প ভেবে তিনি তা দেখতে ঘর থেকে বাহিরে বেড়িয়ে আসলে দেখতে পান বাড়ির পেছনে থাকা তাদের পরিত্যক্ত টিউবওয়েলটি থেকে দ্রুত গতিতে পানি বের হচ্ছে। তা দেখে তিনি ভয় পেয়ে আশেপাশের সকলকে ডাকেন এবং ৯৯৯ কল করে বিষয়টি অবগত করলে দুর্গাপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয় ইউপি মেম্বার জহিরুল ইসলাম বলেন, এই এলাকায় আমরা এমন ঘটনা এই প্রথম দেখলাম। ঘটনাটি দেখে তাৎক্ষণিক ৯৯৯ কল দিলে দুর্গাপুর ফায়ার সার্ভিসের একটি টিম এসে যায়গাটি সিল করে দেয়।
এঘটনায় দুর্গাপুর ফায়ার সার্ভিসের লিডার মোহাম্মদ আলী জানান, প্রাথমিক পর্যায়ে ঘটনাস্থল পর্যবেক্ষণ করে কিছুটা জালানি গ্যাসের অস্তিত্ব পেয়েছি এবং বিষয়টি দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার কে জানানো হয়েছে এবং নিরাপত্তার জন্য পরামর্শ সহ ঘটনাস্থলের চারপাশে লাল নিশান টানিয়ে রশি দিয়ে বেরিগেড দেওয়া হয়েছে। পরিস্থিতি দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।