নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসনের নানা আয়োজনে রবিবার (১৭ই মার্চ) সকাল ১১ টায় দুর্গাপুর উপজেলা পরিষদ চত্বরে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বর্নাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ পালন উপলক্ষে আলোচনা সভা,বঙ্গবন্ধুর বাল্যজীবন নিয়ে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের প্রশ্ন-উত্তর ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান পালিত হয়েছে।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় ও দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোশতাক আহমেদ রুহী।
এ সময় আরো উপস্থিত ছিলেন,দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান(ভারঃ) পারভীন আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোস্তাফিজুর রহমান,বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার মাল,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনসারী,পৌর মেয়র আলহাজ্ব মাওঃ আব্দুস সালাম, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক কালচারাল একাডেমির পরিচালক সুজন হাজং, ইউপি চেয়ারম্যান আলম সরকার সহ প্রমুখ।