‘‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’’ এ প্রতিপাদ্যে নানান আয়োজনে নেত্রকোনার দুর্গাপুরে জতীয় ভোক্তা অধিকার দিবস-২০২৪ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার দুপুরে সর্বস্তরের অংশগ্রহনে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার এম.রকিবুল হাসান এর সভাপতিত্বে আলোচনা করেন, সহকারী কমিশনার (ভুমি) মোঃ মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, বণিক সমিতির সাধারণ সম্পাদক বাপ্পী সাহা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ভোক্তা অধিকার কি? এ সম্পর্কে সর্বস্তরের মানুষকে জানাতে হবে। দিবস পালনের মাধ্যমে সীমাবদ্ধ না রেখে, স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে আলোচনা ও বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে উল্লেখযোগ্য দিক গুলো তুলে ধরতে হবে। সেইসাথে ওজনে কারচুপি, মেয়াদউত্তীর্ন দ্রব্য বিক্রি না করা এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহার না করে মাহে রমজান উপলক্ষে কোন প্রকার সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমুল্যের দাম না বাড়াতে সকল ব্যবসায়িদের অনুরোধ জানান।