নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা কমিটি‘র দুই দিনব্যাপী ২১তম সম্মেলন শেষ হয়েছে। শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের উদ্বোধন করেন, সিপিবি‘র কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ।
এ উপলক্ষে টঙ্ক স্মৃতি স্তম্ভ ও কমরেড মণিসিংহ যাদুঘর প্রাঙ্গণে প্রথম দিন উদ্বোধনী আলোচনা সভায় সিপিবি উপজেলা কমিটির সম্পাদক রুপন কুমার সরকার এর সঞ্চালনায় সভাপতি আলকাছ উদ্দিন মীর এর সভাপতিত্বে ‘‘দুঃশাসন হঠাও, ব্যাবস্থা বদলাও, বিকল্প গড়, সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক সমাজ জোড়দার কর’’ এই প্রতিপাদ্যে অন্যান্যের মধ্যে আলোচনা করেন, নেত্রকোনা জেলা সিপিবি‘র সভাপতি কমরেড নলিনী কান্ত সরকার, উপজেলা কমিটির সদস্য শামছুল আলম খান, কৃষক সমিতির সভাপতি আব্দুল মালেক, ক্ষেত মজুর সমিতির সভাপতি আজিম উদ্দিন, আদিবাসী ইউনিয়নের সভাপতি অবণী কান্ত হাজং, যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, ছাত্র ইউনিয়ন সভাপতি নুরে আলম খাঁন প্রমুখ। ২য় দিন রোববার রাতে নারী নেত্রী কমরেড হেনা বেগমের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে আলকাছ উদ্দিন মীরকে সভাপতি, রুপন কুমার সরকারকে সাধারন সম্পাদক ও মোরশেদ আলমকে সহ-সাধারন সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।এসময় সিপিবি ও সহযোগী অঙ্গ সংগঠন গুলোর শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।