বগুড়ার নন্দীগ্রামে গত ৭ই মার্চ (বৃহস্পতিবার) বিদ্যালয় চত্বরে কেজি একাডেমির এন্ড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে কেজি একাডেমি এন্ড হাইস্কুলের সভাপতি এসএম আতোয়ার হোসেন মান্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুক, যুগ্ম-সাধারন সম্পাদক আনন্দ কুমার, কেজি একাডেমি এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাই, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, মো: সুজন প্রমুখ।এছাড়াও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা মন্ডলীসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১ম অধিবেশনে বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে এবং বিকেলে ২য় অধিবেশনে অতিথিবৃন্দের আসন গ্রহণের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান সূচনা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।