নরসিংদীতে জেলা পুলিশের বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা শাখা কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ২৭০ পিস ইয়াবা ও ৩ কেজিগাঁজা উদ্ধারসহ ০৪ জন ও অন্যান্য অপরাধে আরো ২২ জনকে গ্রেফতার করা হয়।
এরমধ্যে জেলা গোয়েন্দা শাখার কর্তৃক অভিযানে ৩ ফেব্রুয়ারী,রাতঃ- ৯.০৫ ঘটিকায় নরসিংদী মডেল থানাধীন শাহেপ্রতাপ এলাকা থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধারসহ আল-আমিন(৩২)নামের ০১ জন,গোয়েন্দা শাখা কর্তৃক অপর অভিযানে ৩ ফেব্রুয়ারী রাতঃ- ৮.১০ ঘটিকায় নরসিংদী মডেল থানাধীন কানাই গোবিন্দপুর এলাকা থেকে ১ কেজি গাঁজা উদ্ধারসহ বাবুল(৪০)নামের ০১ জন এবং গোয়েন্দা শাখা কর্তৃক অন্য আরেকটি অভিযানে একই তারিখে রাতঃ-১০.৩০ ঘটিকায় শিবপুব মডেল থানাধীন যশোর ইউপি এলাকা থেকে ১৫০ পিস ইয়াবা ইয়াবা উদ্ধারসহ রাসেল মিয়া(৩০)নামের ০১ জন গ্রেফতার করা হয়।এছাড়াও রায়পুরা থানা কর্তৃক একটি অভিযানে ৩ ফেব্রুয়ারী সন্ধ্যাঃ-৭.৪৫ ঘটিকায় রায়পুরা থানাধীন মাহমূদাবাদ এলাকা থেকে ২ কেজি গাঁজা উদ্ধারসহ বাবুল মিয়া(৪৫)নামের ০১ জনকে গ্রেফতার করা হয়।এছাড়াও অন্যান্য অভিযানে বিভিন্ন অপরাধে আরো ২২ জনকে গ্রেফতার করা হয়।উল্লেখিত সময়ে নরসিংদী জেলা পুলিশ কর্তৃক মোট ১৬ টি গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে।