1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রশি টেনে নদী পারাপার চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে পদায়নের ২৯ দিনের মাথায় প্রত্যাহার বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এ জেড এম রেজওয়ানুল হকের পথসভায় হাজারো নেতা কর্মীর ঢল ঢাকায় ‘পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘন ও বিচারহীনতা সংস্কৃতি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কয়রায় আওয়ামী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্র-জনতার মশাল মিছিল দুই যুগে ডায়াবেটিক রোগী ৮ গুণ টাঙ্গাইল মধুপুরে মাদক সেবীকে তিন মাসের কারাদণ্ড প্রদান গোয়ালন্দ নুরাল পাগল ঘটনায় রাজবাড়ী কোর্টে নতুন মামলা সাংবাদিকের নামে ভুয়া আইডি খুলে প্রতারণার দায়ে মামলা মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ট্রাকে আগুন

নরসিংদীর পলাশে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

মোঃএমরুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

নরসিংদীর পলাশ উপজেলায় যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে ০২ জন এবং গুরুতর আহত হয়েছে আরো ৬ জন। শনিবার(২৪ ফেব্রুয়ারি)ভোরঃ-৪ টার দিকে পলাশ উপজেলার টঙ্গি-ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের ভাগদী কদমতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এসআই মোঃনাইবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।নিহত এনা পরিবহনের চালকের নাম মোঃশহীদ।তার বাড়ী কিশোরগঞ্জে।নিহত কাভার্ডভ্যানের চালক ও আহতদের পরিচয় জানতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান,সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি যাত্রাবাহী বাস টঙ্গী-ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের ভাগদী কদমতলা স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।এতে গাড়ী দুটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এনা পরিবহনের চালক মোঃশহীদ ও কাভার্ডভ্যান চালকের মৃত্যু হয়।গুরুতর আহত হয় আরো ৬ জন যাত্রী।তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দূর্ঘটনার পর ভোর থেকে সকাল সাড়ে ৭ টা পর্যন্ত সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইকতিয়ার উদ্দীন ও পুলিশ পরিদর্শক(তদন্ত)মোঃজসিম উদ্দীনসহ পুলিশের অন্য সদস্যরা ঘটনাস্থলে পৌছে দূর্ঘটনা কবলিত গাড়ী দুটি সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।পলাশ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)মোঃজসিম উদ্দীন জানান,দূর্ঘটনায় এনা পরিবহনের চালক ও কাভার্ডভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি।এ ঘটনায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।নিহতদের লাশ মর্গে রাখা হয়েছে।একজন চালকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে এবং অন্য জনের পরিচয় জানার চেষ্টা চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com