1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমতলীতে চাহিদা বেড়েছে নৌকার, কর্মব্যস্ত কারিগররা মিঠাপুকুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু! পাবনার জেলা রেজিস্ট্রার দ্বীপক’র অপসারণের দাবিতে মানববন্ধন রাবি ছাত্রদলের সভাপতি রাহী, সম্পাদক জহুরুল মাধবপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যা,কেরানীগঞ্জ থেকে স্বামী গ্রেপ্তার বাইরে থেকে নয়,দেশের সমস্যার সমাধান দেশে থেকেই করতে হবেঃ মির্জ ফখরুল অধ্যাপক তুলসীর স্যারের বাড়িতে হামলার প্রতিবাদে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ-মানববন্ধন কুড়িগ্রামের ফুলবাড়িতে দুর্নীতিবাজ ও ঘুষখোর শিক্ষা কর্মকর্তার প্রত্যাহার এবং ৫ দফা দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ কয়রায় অনলাইন জিডি কার্যক্রম শুরু: আইন-শৃঙ্খলা রক্ষায় নতুন দিগন্তের সূচনা নওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড

নলুয়া বাছেত খান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়ম

মোঃ হাফিজুল ওয়ারেছ
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৩০৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের সখিপুর উপজেলার নলুয়া বাছেত খান উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ম্যানেজিং কমিটির সভাপতি প্রার্থী মো.ছিদ্দিক হোসেন মিয়া সভাপতি নির্বাচন স্থগিত চেয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করেছেন।

লিখিত অভিযোগে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি নলুয়া বাছেত খান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রিসাইডিং অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহম্মদ আনোয়ার হোসেন এর নেতৃত্বে বিদ্যালয় প্রাঙ্গনে সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত করার জন্য আহবান করা হয়। এতে সভাপতি প্রার্থী হুমায়ুন কবির তিন ভোট, হাবিবুর রহমান খান তিন ভোট এবং সিদ্দিক হোসেন মিয়া পান তিন ভোট। অথাৎ নয় ভোটের ম্যধ্যে তিনজন প্রার্থী তিনটি করে সমান সমান ভোট পান। তিনজনেই সমান ভোট পাওয়ায় সকলেই লটারি করার জন্য একমত হোন।

কিন্তু অজ্ঞাত কারনে প্রিসাইডিং অফিসার আনোয়ার ও প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন সকলের মতামতকে উপেক্ষা করে ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে হাবিবুর রহমান খানের নাম ঘোষনা করেন এবং অপর দুই প্রার্থীকে রেজাল্ট সিটও দেওয়া হয়নি। এমনকি রেজুলেশনেও ভোটের কথা উল্লেখ নেই। ম্যানেজিং কমিটির সভাপতি প্রার্থী ও অভিযোগকারী ছিদ্দিক হোসেন মিয়া বলেন,ম্যানেজিং কমিটি বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করেছি। তদন্ত সাপেক্ষে উক্ত কমিটি বাতিল করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এ বিষয়ে প্রিসাইডিং অফিসার মুহম্মদ আনোয়ার হোসেন,প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন ও ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি হাবিবুর রহমান খান এক বাক্যে বলেন,নির্বাচিন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। কেউ অভিযোগ করলে তো আর কিছু করার নেই।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com