ঢাকা কলকাতা মহাসড়কের বেনেয়ালী ব্রাক অফিসের সামনে নছিমন (ভটভটি নামে পরিচিত) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায় | ঘটনা স্থল থেকে চালককে মুমূর্ষ অবস্থায় স্থানীয় জনগণ উদ্ধার করে নিকটবর্তী ঝিকররগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান |সেখানে দায়িত্বরত ডাক্তার বলেন হাসপাতালে পৌঁছানোর আগেই ড্রাইভারের মৃত্যু হয়েছে |নিহত ড্রাইভার এর পরিচয়,সে ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বোধখানা গ্রামের বেলে মাঠপাড়া এলাকার আবুল কালামের ছেলে টনি |
প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোরগামী যাত্রীবাহী একটি বাস ও আর একটি নসিমনটি বেনেয়ালি ব্রাক অফিসের সামনে আসলে নসিমন চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যান | পরিবার থেকে জানানো হয়েছে কোন মামলা করা হবে না।নাভারন হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মফিজুল ইসলাম বলেন, নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে পাশে পড়ে গেলে চালক টনি হোসেন মারা যায়। মরদেহটি নিহতের ছোট ভাই জনির নিকট হস্তান্তর করা হয়েছে।