ঐতিহাসিক নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপী কলেজ খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অএ প্রতিষ্ঠান এর বর্ণাঢ্য আয়োজনে স্কুলে সম্মানিত (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক জনাব, হরিপদ দাস স্যার তার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব, ফারাশিদ বিন এনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, মোঃ আবুল হোসেন জনাব, উপজেলা একাডেমীর সুপারভাইজার মোঃ মুনিরুজ্জামান। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ও আইনশৃঙ্খলা সুন্দর ও আকর্ষণীয় করতে কাজ করেছেন অএ প্রতিষ্ঠানের স্কাউট টিম। এছাড়া উপস্থিত ছিলেন কে কলেজের সহকারী শিক্ষক, প্রাপ্তন শিক্ষকবৃন্দ বর্তমান শিক্ষক বৃন্দ,আমন্ত্রিত সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রীবৃন্দ, অভিভাবক বৃন্দ। সভাপতি, প্রধান অতিথি,বিশেষ অতিথির বক্তব্যের পর নজরুল ইসলাম কলেজিয়েট স্কুলের প্রাক্তন ছাত্র মোঃ আশরাফুল আলম (শান্ত) তিনি তার এই অএ প্রতিষ্ঠানের ১২ বছরের লেখাপড়ার কেটে যাওয়া সম্পর্কে কিছু কথা বললেন তিনি নার্সারি,শিশু ১ম শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ১২ বছর স্কুলে পড়ালেখা করেছেন।এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে।