1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
“শ্রমিকের আইনগত সুরক্ষায় করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশকে কিছু দল মৃত্যুপুরী বানাচ্ছে : মোমিন মেহেদী আত্রাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কৃষকদল নেতা আলা বহিষ্কার ত্রিশালে প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণের অভিযোগ বখাটে যুবকের বিরুদ্ধে গোপালগঞ্জে রণক্ষেত্র পরিস্থিতি, জারি ১৪৪ ধারা মোতায়েন ৪প্লাটুন বিজিবি জুলাই-আগষ্ট গনঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন ও বৃক্ষ রোপণ কর্মসূচি নিজামপুরে বিএনপি বগুড়া-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত রংপুরের মিঠাপুকুরে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তাদের মতবিনিময় সভা রংপুরে জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদদের স্মরণে নজরুল বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন

নির্বাচনী প্রচারণায় সাবেক এম,পি কাজী সিরাজুল ইসলাম

আলফাডাঙ্গা, প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৪ বার পড়া হয়েছে
আসন্ন ষষ্ঠ উপজেলা নির্বাচন উপলক্ষে ফরিদপুর আলফাডাঙ্গা উপজেলায় নিজ ভাতিজা কাজী শহিদুল ইসলাম সজলের জন্য নির্বাচনী প্রচার-প্রচারণায় বাংলাদেশ আওয়ামিলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং ফরিদপুর ১ আসনের সাবেক এম,পি কাজী সিরাজুল ইসলাম।
ব্যক্তিগত খরচে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা এবং বহু মানুষকে চাকুরী দেওয়ার সুবাধে আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালি উপজেলার সর্বসাধারণের কাছে কাজি সিরাজুল ইসলাম একজন দানবীর এবং শিক্ষানুরাগী ব্যক্তিত্ব হিসাবে বেশ সমাদৃত।
মঙ্গলবার ১৩ই ফেব্রুয়ারী বেলা ১১ ঘটিকায় উপজেলার বানা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাট-বাজারে কাজী সজলের  নির্বাচনী প্রচারণার লিফলেট হাতে সাধারণ জনতার সাথে ব্যস্ত সময় পার করতে দেখা যায় সাবেক এই সংসদ সদস্যকে। কাজী সজল সাবেক সাংসদ কাজি সিরাজুল ইসলামের ভাতিজা এবং আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের সাবেক ৪ বারের চেয়ারম্যান কাজি হারুনর রশিদের কনিষ্ঠ পুত্র। কাজি সজল অস্ট্রেলিয়ার সিডনির হোম ইনিস্টিউট থেকে বিজনেস ম্যানেজমেন্টে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে তিনি সিনথিয়া জুয়েলার্সের স্বত্বাধিকারী। ৩৫ বছর বয়সী এই তরুন আওয়ামিলীগ নেতা চাচা এবং বাবার অনুপ্রেরণায় রাজনীতির উত্তরসূরী হিসাবে জনগণের স্বার্থে আলফাডাঙ্গা উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে দিন-রাত শ্রম দিয়ে যাচ্ছেন।
কাজী সজল বলেন, আমর পরিবার রাজনৈতিকভাবে সব সময় জনগণের পাশে ছিলাম, জনগণের থেকে আমাদের নেওয়ার কিছু নেই। দাদার আমল থেকে মানুষের পাশে ছিলাম, চাচা কাজি সিরাজুল ইসলাম  এলাকার সর্ব সাধারণের জন্য দল মত নির্বিশেষে কাজ করেছেন, আমার বাবা করে গিয়েছেন । আমরা মানুষকে ভালোবাসি আমরা সর্বোচ্চ দিয়ে তাদের জন্য কাজ করব। এলাকার উন্নয়নের জন্য সর্বোচ্চ টুকু করব, বিশেষ করে গরীব এবং অসহায় মানুষের জন্য কাজ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে গ্রামকে শহর বানানোর মিষণকে বাস্তবায়ন করার জন্য  দলমত নির্বিশেষে আলফাডাঙ্গার সকল স্তরের সর্ব সাধারণকে সাথে নিয়ে কাজ করতে চাই।
সাবেক সংসদ সদস্য কাজি সিরাজুল ইসলাম বলেন, আমার রাজনীতির মূল লক্ষ্য ছিলো মানুষের কল্যাণে কাজ করা, সেই লক্ষ্যে এখনো গোপনে প্রকাশ্যে  কাজ করে যাচ্ছি। আমার কর্মের ধারাবাহিকতা বজায় রাখতে আমার ছোট ভাই এর  ছেলে কাজী সজলকে আলফাডাঙ্গাবাসীর কল্যাণে সব সময় কাজ করতে নির্দেশ দিয়েছি। নির্বাচনী প্রচারণায় এসময় আরও উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা কৃষকলীগের আহবায়ক আকরামুজ্জামান মৃধা রুকু, আলফাডাঙ্গা উপজেলা যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপণ, আলফাডাঙ্গা উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা বুলবুল আহমেদ, বানা ইউনিয়ন আওয়ামিলীগ নেতা মজনু মোল্যা প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com