1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন

নেত্রকোণায় জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে ২৪ স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত

হাফিজ উল্লাহ চৌধুরী আলিম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে
নেত্রকোনায় জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে ২৪ এর রঙ গ্রাফিতি চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শহীদদের সম্রণে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে।  দিনব্যাপী নেত্রকোনা শহরের বিএডিসি ফার্মের সংলগ্ন রাস্তার উপর বিভিন্ন কার্যালয়ের দেয়ালে গ্রাফিতি চিত্রাঙ্কনে অংশ নেয় জেলার ৩০ টি স্কুল মাদ্রাসার শিক্ষার্থী। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা পর্যায়ের জুলাই দিবসের কর্মসূচী একই সাথে বিএডিসি ফার্মের সড়কের পাশে জেলা পরিষদ ও বন বিভাগের উদ্যোগে শহীদ হওয়া জেলার ১৭ জনের নামে ১৭ টি গাছের চারা রোপণ করা হয়।
এসময় জেলা প্রশাসক বনানী বিশ্বাস, পুলিশ সুপার  মির্জা সায়েম মাহমুদ, চিত্রশিল্পী নেত্রকোনা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো কামরুল হাসান চিত্রাঙ্কন উদ্বেধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা প্রশাসক ও পুলিশ সুপার শহীদদের নামে নামফলক করে বৃক্ষরোপণের উদ্বোধন করেছেন। এতে জেলার সরকারি উর্ধতনরা সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও শিক্ষক শিক্ষার্থী অভিভাবকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। জুলাই ২৪ এর রঙ গ্রাফিতি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী দলে দলে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com