পটুয়াখালীর গলাচিপায় জেলে চাল বিতরণ স্থগিত করা হয়েছে। উপজেলার ৮নং পানপট্টি ইউনিয়ন পরিষদে শুক্রবার জেলেদের চাল বিতরণ করার সময় চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি কর্তৃক দফায় দফায় বাঁধা দেওয়া হয়েছে। সভাপতি শামিম রেজার দাবি বর্তমান চেয়ারম্যান কিছু ইউপি সদস্যকে বাদ দিয়ে তার পছন্দ মতো ইউপি সদস্য নয় এমন লোক দিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুনবীর যোগসাজশে জেলে তালিকার চূড়ান্ত করেন।
প্রকৃত জেলেদের বাদ দিয়ে হুন্ডা চালক, গার্মেন্টস শ্রমিক, দিনমজুর, কৃষকসহ বখাদের এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এছাড়া, ৮০৮ জনের বরাদ্দকৃত ৬৪৬৪০ কেজি চাল ১৬১৬ জনের মাঝে বিতরণের চেষ্টা চালান উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা বর্তমান চেয়ারম্যানের নির্দেশে। কিন্তু পানপট্টি ইউনিয়নে প্রায় ১৮৬৫ জন জেলে তালিকাভূক্ত রয়েছে। চেয়ারম্যান প্রতিটি জেলের কাছ থেকে ১০০ টাকা ধার্য্য করেছেন পরিবহন খরচ বাবদ। ফেব্রুয়ারি ও মার্চ এ দুই মাসের ৮০ কেজি চাল পাবে হতো দরিদ্র জেলেরা। কিন্ত সে চাল ৮০৮ জনের মধ্যে বিতরণ করার কথা থাকলেও ব্যক্তিগত স্বার্থে বিতরণ করার চেষ্টা চলছে।