মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক ইমরান হোসেন জানান, উপজেলার রাড়ুলী ইউনিয়নে মোক্তার সরদারের ছেলে আল-আমীন সরদার(২৬) একটি স্বামী পরিত্যক্ত যুবতি মেয়ে(২৫) কে বিয়ের প্রলোভন দেখিয়ে দির্ঘদিন ধরে ধর্ষণ করে আসছে। সে অনুযায়ী সোমবার রাত ১২ টার দিকে আল-আমীন সরদার মেয়ের বাড়িতে যায়। মেয়েটি বিয়ের জন্য তাকে চাপ দেয়। ছেলেটি বিয়েতে রাজি না হওয়ায় জোরকরে মেয়েকে ধর্ষনের চেষ্টা চালায়। এ সময় যুবতির ডাক চিৎকারে তার স্বজনরা ছেলেটিকে আটক করে পুলিশে দেয়। মঙ্গলবার মেয়ের মা বাদী হয়ে থানায় মামলা করে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, আল-আমীন সরদার নামে এক যুবকের নামে থানায় ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। তাকে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।