পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে সোয়াব আলী নামে এক সিএনজি চালিত অটোরিক্সা চালককে হত্যা করা হয়েছেন। এ ঘটনার পর তাৎক্ষনিক অভিযান চালিয়ে দু’জনকে আটক করেছে রাজনগর পুলিশ।রোববার ২৫ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে জেলার রাজনগর উপজেলার উত্তর মুন্সিবাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। এই ঘটনায় পুরো এলাকা জুড়ে আতংক বিরাজ করছে। গত কাল পবিত্র শবে বরাতের রাত থাকায় এলাকার বেশীর ভাগ মানুষ মসজিদে অবস্থান করছিলেন। সেই সুযোগকে অনেকটা কজে লাগিয়েছে দুর্বৃত্তরা। নিহত অটোরিকশাচালক উপজেলার মুন্সিবাজারের গয়াসনগরের বাসিন্দা।
পুলিশ জানায়, পাওনা টাকা নিয়ে সিএনজি চালক সোয়াব আলীর সঙ্গে কাছিম ও কোহিনুরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কাছিম ও কোহিনুর উত্তেজিত হয়ে সোয়াব আলীকে ছুরিকাঘাত করলে তিনি মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।রাজনগর থানার পরিদর্শক (তদন্ত) মির্জা মাজহারুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত কাছিম ও কোহিনুরকে আটক করেছে পুলিশ। এঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।