ভান্ডারিয়ায় থানা গালর্স হাই স্কুলে আজ শুক্রবার ১ মার্চ প্রধানমন্ত্রীর মূখ্য সচিব,মোহাম্মদ তোফাজ্জল হোসেনের পৃষ্টপোষকতায় সপ্তাহ ব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প শুরু হয়েছে।
আন্তর্জাতিক সেবা সংস্থা “আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ” এর আয়োজনে চক্ষু ক্যাম্পে ৫হাজার রোগীর চিকিৎসা দেয়া হবে। প্রথম পর্যায়ে ৫শ রোগীর ছানি অপারেশন ও লেন্স স্থাপনের জন্য র্বিাচিত করা হবে। তাদের যাবতীয় ওষুধ ও চিকিৎসাকালীন থাকা-খাওয়ার খরচ বহন করবে সংস্থাটি। আজ সকাল ৮টা থেকে ১৮টি বুথে ১৫ জন ডাক্তারসহ ১০০ জনের মেডিকেল টিম রোগীদের চক্ষু পরীক্ষা,পরামর্শপত্র, ঔষধ ও চশমা বিনামূল্যে প্রদান করা হবে। ঢাকার আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন পরিচালিত ঢাকার আল-নূর-চক্ষু হাসপাতাল ও মক্কা চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা প্রদান করছেন।
এসময় আন্তর্জাতিক সেবা সংস্থা “আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন” বাংলাদেশ সেক্টরের মহাপরিচালক ডাক্তার আহমেদ তাহের আল-মিম্বরির দিক নির্দেশনায় এ ক্যাম্প পরিচালনা করছেন মেডিকেল ডাইরেক্টর ডাক্তার মোহাম্মদ আবু সাঈদ ও ডাক্তার সালমান আহম্মেদ তাহের।
“আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন” গত ১৯৯২ সাল থেকে বাংলাদেশের নিস্ব ও দরিদ্রসহ সর্বস্তরের মানুষের চক্ষু সেবা দিয়ে আসছে। এ পর্যন্ত তারা অর্ধ কোটিরও বেশি মানুষকে সেবা প্রদান করেছে। এসময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোমো, সাইদুর রহমান, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মহিউদ্দিন মহারাজ, বরিশাল স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ড. শ্যামল কৃষ্ণ মন্ডল, মহাখালী হাসপাতাল এবং ক্লিনিকের ডিজি ড. আবু হোসেন মো: মইনুল হাসান, জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান প্রমূখ।