আশাশুনি উপজেলার বুধহাটা পশ্চিমপাড়া SDF অফিসে প্লাম্বার মিস্ত্রিদের নিয়ে প্রশিক্ষণ দেন উত্তরণ সংস্থা। সোমবার ১২/০২/২০২৪ ইং অনুষ্ঠানটি মোঃ সাইদুর রহমান (প্রকল্প সমন্বয়কারী) সঞ্চালনায় বুধহাটা,ধুলিহর, ফিংড়ি, ব্রহ্মরাজপুর ,এই চারটি ইউনিয়নের প্লাম্বার মিস্ত্রিদের নিয়ে পরিবেশন করা হয়।
তিনি বলেন আমরা পূর্বের যুগকে ভুলে নতুন ডিজিটাল যুগে পদার্পণ করেছি, তাই ডিপ টিউবয়েলের কাজকে ভুলে যেতে বসেছি , সকল কিছুর সাথে টিউবওয়েলকে সচল রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি। হয়তোবা এমন হবে যেদিন আমরা প্রাকৃতিক দুর্যোগের কারণে বিদ্যুৎ না পাবো তখন আমাদের ওই আগের টিউবওয়েলের প্রয়োজন হবে তাই আমরা ভূগর্ভের পানি উত্তোলনের জন্য সব সময় অগ্রাধিকার দিয়ে থাকি এবং সেটি আর্সেনিক আয়রন মুক্ত থাকা প্রয়োজন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দাতা সংস্থার, মোহাম্মদ আবু বকর সিদ্দিক, গ্লোরি এন্ড টেক মাইকেল সরকার, ইঞ্জিনিয়ার দীপন মুখার্জি এবং উত্তরণের প্রজেক্ট অফিসার এস এম চাতক ,ফিল্ড অফিসার ফারহানা দিবা ও গুলশানার।ট্রেনিং ওয়ান ওয়াটার ফেসিলিটি মেইন টেনেন্স এবং ম্যানেজমেন্ট। সকল প্লাম্বার ও টিউবওয়েল মিস্ত্রিদের নিয়ে সারাদিন হাতে কলমে দিকনির্দেশনা দেন।