রাজধানীর বনানী থানার পুলিশের এস আই ও সোর্সরা বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড বিশেষ করে জুয়া খেলা এবং মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে। অসাধু পুলিশদের পরোক্ষ সহযোগীতায় চলছে মাদক বেচা-কেনা। ইয়াবা, হেরোইন,ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা। প্রায় সময়ই দেখা যায় সোর্সরা আসামি ধরার নামে বনানী থানার পুলিশদের সাথে গাড়িতে ঘুরে বেড়ান কথিত সোর্স নামধারী অপরাধীরা । সাধারণত চাহিদামত দাবি পূরণ না হলে, যে কাউকে ফাঁসাতে পারে। তাই সোর্সদের নিয়ে আতঙ্কে সাধারণ মানুষ।
অনুসন্ধানে জানা গেছে, বনানী থানা এলাকার সাততলা বস্তি, কড়াইল বস্তি, বেদে বস্তি, এরশাদ নগর বস্তি ও গোডাউন বস্তির সোর্সরা সরাসরি মাদক ব্যবসায় জড়িত। পুলিশের গাড়িতে চলাফেরার কারণে তাদের বিরুদ্ধে মানুষ ভয়ে মুখ খুলে না। গোডাউন বস্তিতে সোর্স শহীদ, হারুন, ড্রাইভার কাশেম, কড়াইল স্যাটেলাইট এলাকায় খোকা ফর্মা, সাততলা বস্তিতে বডু জাকির, পিচ্চি কবির ও আনোয়ার তারা সরাসরি মাদক ব্যবসার সাথে জড়িত। এছাড়া তারা জুয়া খেলা নিয়ন্ত্রণ করে।
উল্লেখ্য সোর্সরা মাদকসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকায় একাধিকবার পুলিশের হাতে মাদকসহ আটক হন। এরপর থেকেই পুলিশের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে হয়ে ওঠে আরো ঘনিষ্ঠ। আইনের ফাঁকে বেরিয়ে এসেই শুরু করে তাদের পুরোনো কর্মকাণ্ড, সঙ্গে যোগ করেন পুলিশের সোর্স হিসেবে বাড়তি ক্ষমতা।
বনানী থানা পুলিশের সবচেয়ে ক্ষমতাধর সোর্স গোডাউন বস্তির শহীদ। তার ঘরে সিসি ক্যামেরা লাগিয়ে চলে ইয়াবা, ফেনসিডিল, মদ ও বিয়ারের ব্যবসা। এছাড়া প্রতিদিন তার ঘরে জুয়ার আসর বসে।
নাম প্রকাশে অনিচ্ছুক বস্তির একাধিক ভুক্তভোগী জানান, শহীদের মাদক কারবারে কেউ বাধা দিলে তাকে নিয়ে চলে ষড়যন্ত্র। কখনো ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে গ্রেপ্তারের হুমকি আবার কখনো মারধরের হুমকিও দেওয়া হয়। প্রায় সময়ই আইনশৃঙ্খলা বাহিনী বনানী থানা এলাকাগুলোতে অভিযান চালানোর আগেই সব মাদক কারবারিদের পূর্বেই সতর্ক করে দেন শহীদ। বিনিময়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মোটাংকের চাঁদা পান শহীদ। ফলে অভিযান চালিয়েও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সফলতা পাচ্ছে না বনানী থানা পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, অপরাধী গ্রেপ্তারে নানা তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করাই সোর্সের মূল কাজ। পুলিশ এসব সোর্স নিয়োগ করে অপরাধীদের মধ্য থেকেই। বিনিময়ে তারা অর্থনৈতিক সুযোগ-সুবিধা পায়। কিন্তু সোর্সেরা অপরাধী ও মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিয়ে নিজেরাই ব্যবসা শুরু করছেন। তাদের সাথে জড়িত রয়েছেন থানার কিছু অসাধু কর্মকর্তারাও।