1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মপাশায় স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সমন্বয়সভা হাত কড়াসহ পালিয়েছে ফুলগাজীর জাল কবির গোপালগঞ্জে সাধারণ জনগণের উপর হামলা ও হত্যার প্রতিবাদ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কিছু মৌলবাদী সংগঠন এবং কিছু সুবিধাবাদী সংগঠন বিএনপির বিরুদ্ধে কৌশলে অপপ্রচার শুরু করে দিয়েছে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন ডাক্তার দিয়ে চলছে স্বাস্থ্য সেবা নেছারাবাদ স্বরূপকাঠির পঞ্চবেকি পুলের ঝুঁকিপূর্ণ অবস্থা: দ্রুত সংস্কারের দাবি প্রধান শিক্ষিকা দেলোয়ারা বেগমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জাতীয় মহাসমাবেশ সফল করার জন্য পিরোজপুরে মিছিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে পূর্বের জের ধরে বসত বাড়ি ও দোকানে হামলার অভিযোগ উঠেছে পলাশবাড়ীতে কেন্দ্র ভিত্তিক নির্বাচনী সমন্বয় সভা অনুষ্ঠিত

বরগুনা জেলা নির্বাচন অফিসে আগুন; ভোটার তালিকা পুড়ে ছাই

মোঃ শাহজালাল
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

বরগুনায় জেলা নির্বাচন অফিসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ভোটার তালিকা, বিভিন্ন দরকারি কাগজপত্রসহ কয়েকটি কম্পিউটার ও বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মনির উজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
জেলা নির্বাচন অফিস কার্যালয় সূত্রে জানা যায়, সকালে দায়িত্বরত নাইটগার্ড অফিসের পর্দা টানাতে যান। এরপর অফিসের পরিচ্ছন্নতাকর্মী কাজ করতে গিয়ে হিসাব শাখা রুমের মধ্যে কটকট শব্দ শুনতে পান। পরে তিনি অফিসের লোকজনকে বিষয়টি জানালে তারা এসে অফিসের হিসাব শাখা রুমে আগুন জ্বলতে দেখেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে দ্রæত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে এ সময়ের মধ্যে ওই রুমে থাকা ভোটার তালিকা, কয়েকটি ব্যালট বাক্স, কম্পিউটার, একটি ফ্রিজ এবং অন্যান্য কাগজপত্রসহ বেশ কিছু আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
বরগুনা জেলা নির্বাচন অফিসার মোঃ আবদুল হাই আল হাদী বলেন, অফিসের নাইটগার্ড পর্দা টানিয়ে যায় এবং পরিচ্ছন্নতাকর্মী পরিষ্কারের কাজ করছিল। এ সময় একটি রুম থেকে কটকট শব্দ শুনে অন্যদের জানালে তারা এসে হিসাব শাখা রুমে আগুন জ্বলতে দেখেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। সকালে এ ঘটনা ঘটায় অনেকেই ঘুমে ছিল, যে কারণে ওই রুমটি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে এবং অন্যান্য রুমগুলো ধোঁয়ায় আচ্ছন্ন হয়েছে।
এ বিষয়ে বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন, সকাল ৭ টা ২৬ মিনিটের সময় আমরা আগুন লাগার খবর পাই। পরে স্টেশন কাছাকাছি হওয়ায় দ্রæত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে পাশে থাকা মূল স্টোরে আগুন ছড়াতে পারেনি। শুধু হিসাব শাখার একটি রুমেই আগুন সীমাবদ্ধ ছিল। সেখানে থাকা কম্পিউটার, ফটোকপি মেশিন, ফ্রিজ এবং কিছু ফাইলপত্র পুড়েছে। মূল স্টোর যেখানে প্রচুর মালামাল ছিল তা ক্ষতিগ্রস্থ হয়নি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com