1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০২ জুলাই ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনা জেলার আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব অলী আহাদ স্যারের বিদায়ী সংবর্ধনা সামরিক বিরতির পর ফিরছে বিটিএস, আসছে প্রথম লাইভ অ্যালবাম যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ধসে প্রাণ গেল ৩ জনের মেধা বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই- ইউএনও মাসুদ রানা এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ কুড়িগ্রাম সফর উপলক্ষ্যে সংবাদ সম্মেলন গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদ,আহত ও পঙ্গুত্ববরণ কারীদের স্মরণে দোয়া মাহফিল জবি শিক্ষকের নামে অপপ্রচার, বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবাদ ছাত্র অধিকার পরিষদ খুলনা মহানগর ও জেলা কতৃক প্রতিষ্ঠাবার্ষিকী পালন কুড়িগ্রামে দেখা গেলো আশির দশকের চিএ শ্রীপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ দপ্তরি আসাদের বিরুদ্ধে-

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন থেকে বিনামূল্যে ছাগল পেয়ে স্বাবলম্বীর পথে ছাবিনা

উজ্জ্বল মাহমুদ
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১১৫ বার পড়া হয়েছে
কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের হররা  গ্রামের মো: আব্দুল আজিজের মেয়ে  রুবেল হোসেনের স্ত্রী ছাবিনা বেগম ( ৪২) ।  স্বামী বেকার, অভাবের সংসার । উপায়ন্তর না দেখে কাজের বুয়া হয়ে মাত্র ৬০০/-টাকা মাসিক বেতনে কাজ করতো কুষ্টিয়া হাউজিং এষ্টের ২টি বাসায়। মাত্র ১২শ টাকায় কোন রকমে চলতো তার সংসার । অভাবকে জয় করার জন্য অদম্য ইচ্ছা তার ।
২০২২ সালের অক্টোবর মাসের প্রথম দিকে   ছাবিনা কুষ্টিয়া হাউজিং এষ্টেটে অবস্থিত সেবা ( পল্লী উন্নয়ন সংস্থা ) এর কার্যালয়ে আসেন। সংস্থার নির্বাহী পরিচালক শামসুল আলম স্বপনকে জানান তার পরিবারের অভাব অনটনের কথা। তিনি চান ছাগল পালন করতে । কিন্তু টাকার অভাবে ছাবিনা ছাগল কিনতে পারছেন না । তাকে ছাগল দিলে সংসারের অভাব দুর করতে পারবেন এমনটি জানালে নির্বাহী পরিচালক ছাবিনার বিষয়ে খোঁজ নিতে বলেন ওই এলাকার সমাজ সেবক ডা. সাগরকে যিনি সেবা সংস্থার উন্নয়নমূলক কাজে স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করে থাকেন। ছাবিনার দেয়া তথ্য সঠিক হওয়ায় তাকে উপকার ভোগি সদস্য হিসেবে অন্তর ভুক্ত করা হয়।  এরপর ২০২২ সালের ৯ সেপ্টেবর বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থীক সহযোগিতায় তাকে বিনামূল্যে  ২টি ব্লাক বেঙ্গলের পাটি ছাগল প্রদান করা হয়।  সেই থেকে ছাবিনা  ছাগল পরিচর্যা করে অভাবকে জয় করেছে।
ছাবিনা বলেন, আমি এখন আর অভাবকে ভয় করিনা।  আমার পাশে আছে সেবা সংস্থা ও বালাদেশ এনজিও ফাউন্ডেশন।  তিনি বলেন খাসি ছাগলের বাচ্চা বড় করে বিক্রি করি আর পাটি ছাগল পালন করি। ছাবিনা আশা প্রকাশ করেন আগামী বছরে সে ৫০ হাজার টাকার ছাগল বিক্রি করতে পারবে। সে এই টাকা দিয়ে জমি বন্ধুক রেখে সবজি চাষ করার ইচ্ছা ব্যক্ত করেন। ছাবিনা বলেন, সেবা সংস্থা ও বালাদেশ এনজিও ফাউন্ডেশনের কারণে আজ আমি সুখের পথে পা বাড়িয়েছি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com