শনিবার(১৬ মার্চ)বিকালে পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উপজেলার চালাকচর বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)হাছিবা খান।উক্ত অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার আইনে ৪ জন ব্যবসায়ীকে ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এ ছাড়াও কোন অসাধু ব্যবসায়ী পণ্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরী করলে তাকে ভোক্তা অধিকার আইনে অধিকতর শাস্তি প্রদানের ঘোষণা দেন।জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।এসময় চালাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল মান্নান মুক্তু,নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানেটারী ইন্সপেক্টর শাহনেওয়াজ,মনোহরদী থানার পুলিশ ফোর্স এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।