বালিয়া উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের উৎসব উপলক্ষে ‘বিচিত্রা অনুষ্ঠান’ শিরোনামে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিচিত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নোয়াবাদ ইউনিয়নের বালিয়া উচ্চ বিদ্যালয়ে জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটি(এডহক)’র সভাপতি তানভীর আহমেদের সভাপতিত্বে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রাজ্জাকের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামসুল হক ফরহাদ,নোয়াবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, করিমগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ্ হেদায়েত উল্লাহ, নোয়াবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম মানিক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইয়াসির আরাফাত তনয় মোল্লা, করিমগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন মাহফুজ।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশ ও বিনোদনের উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি এডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানসিক বিকাশে সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রতি গুরুত্বারোপ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সৃজনশীল প্রতিভা ফুটিয়ে তোলার জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও আমরা এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে যাব।”
আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান শেষে আবৃত্তি, সংগীত, নৃত্য ও অভিনয়সহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।