তীব্র গরমের তাপদাহ থেকে বাঁচতে বাসায় এসি লাগানোর প্রতিযোগিতা না করে বৃক্ষরোপন করি। ছোটকাল থেকে দেখে এসেছি, বাড়ি থেকে এলাকার স্টেশনে যাওয়া পর্যন্ত রাস্তার দুই পাশে সারিসারি গাছ। কিন্তু এখন রাস্তাতে ধুলা-বালি ছাড়া আর কিছু দেখি না।
গাছগুলো কেউ না কেউ কেটে ফেলেছে কিংবা রাস্তার আশেপাশের ভূমিদস্যুরা তাদের বসত ভিটাই ঢুকিয়ে ফেলেছে। তা না হলে মানুষজন চলাচলের রাস্তায় একটু হলেও ছায়া পেত।
আর আমরা বাঙালিরা যে পরিমাণ গাছ কেটে ফেলি এর তুলনায় এক তৃতীয়াংশও আমরা বৃক্ষরোপণ করি না।
আসুন নিজ নিজ বসতভিটায়, খালি জায়গায়, উঠানে কিংবা মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মসজিদ ও রাস্তার আশেপাশের খালি জায়গা গুলোতে বৃক্ষ রোপনের মনোনিবেশন করি। দশের লাঠি একের বোঝা – এই কথাটি মনে রেখে সকলেই বৃক্ষ রোপনের কাজে এগিয়ে আসি।একটু চেষ্টা করলেই পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব।