বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির আহবানে জাতীয় প্রেসক্লাব চত্বরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মসূচি চলছে।
মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গত ৩ (তিন) ফেব্রুয়ারি ২০২৫ খ্রীসৃটাব্দ তারিখ প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ বাস্তবায়নের চিঠির অগ্রগতি বাস্তবায়ন করার জন্য সলক বিভাগের শিক্ষকদের অবস্থান কর্মসূচি ১৬ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাব চত্বরে চলছে।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভাগীয় ও জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, আমরা ২০১৮সালে ১৮ দিন, ২০১৯সালে ৫৬ দিন জাতীয় প্রেসক্লাব চত্বরে অবস্থান কর্মসূচি সফলভসবে পালন করেছি। প্রত্যেক বিভাগে ও জেলায় স্মারকলিপি প্রদানের মাধ্যমে আমাদের দাবী আদায়ের জন্য কর্মসূচি পালন করেছি। ৫আগষ্টের পটপরিবর্তন পর থেকে এপর্যন্ত আমরা কয়েকদফা কর্মসূচি দিয়ে আমরা প্রাথমিক ও গনশিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছি, বাংলাদেশ সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছি। সর্বশেষ ২৭জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে লংমার্চ করার সময় কর্তব্যরত পুলিশ প্রশাসনের মাধ্যমে উপদেষ্টার একান্ত সচিব (এপিএস) সাব্বির আহাম্মদ আমাদের সাত কর্মদিবসর সময় নিয়ে একটি চিটি প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের পাঠিয়েছেন। সেই চিঠির দ্রুত বাস্তবায়ন করার জন্য আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। সফল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।