1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পীরগঞ্জে দুইজন শিক্ষক ও একজন অফিস সহকারীর বিদায় সংবর্ধনা দেশের জন্য খালেদা জিয়ার সুস্থ হওয়া প্রয়োজন মাগুরার শালিখাতে ভ্যান চালকদের রাস্তা অবরোধ ময়মনসিংহে নব-নিযুক্ত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার জন্য আওয়ামীলীগ সরকার দায়ী কালাই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দৌলতখানের হাফিজ সেনা পরিষদ এর উদ্যোগে দোয়া অনুষ্ঠান পটুয়াখালীতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি পালন,পরীক্ষা বন্ধ,অভিভাবকরা উদ্বিগ্ন চেক জালিয়াতির মামলায় রৌমারীতে আব্দুল মান্নান গ্রেফতার ময়মনসিংহে সাংবাদিকদের সাথে এসপি ও ডিসির মতবিনিময়

ভূমিহীন জব্বারের দোকান ঘর দখল করে নিল জেবু চৌধুরী

মোঃ শাহজালাল
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে
জেলার পাথরঘাটা পৌর শহরে এক ভূমিহীন পরিবারের একটি দোকান ঘর দখল করে নিয়েছে জেবু চৌধুরী নামের বিএনপির স্থানীয় এক প্রভাবশালী নেত্রী । ১০ আগস্ট’২৪ পাথরঘাটা শহরের পাল পট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আঃ জব্বার জেলা প্রশাসন ও পাথরঘাটা থানায়  লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি বলে জানিয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর  পাথরঘাটা বড় বাজারের মনিহারী মালামালের ব্যবসায়ী আঃ জব্বারের পাকা দোকানঘর দখল করে তালা দেন উপজেলা বিএনপির মহিলা নেত্রী সাবেক কাউন্সিলর জেবু চৌধুরী। এ সময় দোকানে থাকা প্রায় ১০ লাখ টাকার মালামাল  লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন আব্দুল জব্বার। বিষয়টি স্থানীয়রা কয়েক দফা মীমাংসা করে দিলেও দোকানের তালা খুলে দেননি জেবু চৌধুরী।এ ব্যাপারে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী। কিন্তু থানা পুলিশ এখন পর্যন্ত অভিযুক্ত জেবু চৌধুরীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বরং থানায় অভিযোগ দেওয়ার পর থেকে ওই বিএনপি নেতার পক্ষে বিভিন্ন ব্যক্তি আঃ জব্বারকে হুমকি দিয়ে যাচ্ছেন।ভুক্তভোগী ব্যবসায়ী আঃ জব্বার বলেন, ‘দীর্ঘদিন ধরে পাথরঘাটা বড় বাজারের পালপট্টিতে অবস্থিত সরকারি জমিতে তার পিতার নামে পেরি পেরি বন্দোবস্ত রয়েছে। তার বাবার আমল থেকে উক্ত জমিতে দোকানঘর নির্মাণ করে মনিহরী ব্যবসা করে আসছেন। তিনি বলেন,১০ আগস্ট দোকানের সামনে এসে বিএনপির স্থানীয় প্রভাবশালী নেত্রী জেবু চৌধুরী তার দলবল নিয়ে   তাকে দোকান থেকে বের করে দেন। এসময় সে  বের হতে না চাইলে তাকে গালাগাল ও মারপিট করা হয় । পরে  জেবু চৌধুরী তার সন্ত্রাসী বাহিনীকে নিয়ে দোকানের মালামাল লুট করে নিয়ে যায় এবং দোকানে  তালা মেরে দেন।এ ব্যাপারে সাবেক কমিশনার বিএনপি নেত্রী জেবু চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ দোকান ঘর তার নিজের।  তার বন্দোবস্তকৃত জমিতে জব্বার সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা গোলাম সবুর টুলুর পরিবারের ছত্রছায়ায় অবৈধভাবে থাকতেন । আওয়ামী লীগ সরকারের পতনের পর আমাদের জায়গা প্রশাসনের সহায়তায় পুনরুদ্ধার করেছি।এ ব্যাপারে ভুক্তভোগী আঃ জব্বার বরগুনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তার লিখিত বক্তব্যে বলেন, আমি একজন ভূমিহীন ক্ষুদ্র ব্যবসায়ী । আমি দীর্ঘ দিন যাবৎ পাথরঘাটা বাজারের ১নং ওয়ার্ডে  অবস্থিত আল-মদিনা ষ্টোর নামক ব্যবসা প্রতিষ্ঠানে মনিহরী মালামাল এর ব্যবসা করিয়া আসিতেছি। যাহার হোল্ডিং নং ১৭৬। আমি উক্ত দোকান ঘর বিগত ৪০ বছর যাবৎ ভোগ দখল করিয়া আসিতেছি। উক্ত জমি খাশ খতিয়ানে থাকায় আমি পাথরঘাটা ভূমি অফিসে ডিসিআর পাওয়ার আবেদন করি। পেরিফেরি লিস্টে আমার বাবার নাম উল্লেখ আছে। উক্ত জমিতে আমি সরকারি ট্যাক্স প্রদান করি, আমার নামে বিদ্যুতের মিটারয় রয়েছে  ঘটনার দিন হতে মানবেতর জীবন যাপন করতেছি। আমার দোকান ছাড়া আর কোন আয়ের উৎস নাই। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com